বয়স কত হলো? ২৫? তাহলে এই ২৫ পরামর্শ আপনার জন্যই। আর বাকিরা? তাঁদের জন্যও এসব পরামর্শ খাটবে নিঃসন্দেহে। জীবনে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বয়স থেকেই আপনি জীবন বা কোনো উদ্যোগ শুরু করতে পারেন
১. নিজের প্রতি সদয় হোন। পর্যাপ্ত ঘুমান।
২. বর্তমানে যা কিছু আছে, তার ভেতরেই সন্তুষ্টি খুঁজুন। তৃপ্ত থাকুন।
৩. নিজের খাবারের প্রতি মনোযোগী হোন। ঘরের খাবার খান। স্বাস্থ্যের খেয়াল রাখুন। পর্যাপ্ত পানি পান করুন।
৪. ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।
৫. বিকল্প আয়ের উৎস রাখুন।
৬. টাকা জমিয়ে রাখলে এর মান কমতে থাকে। টাকাটা নিশ্চিত কোনো ব্যবসায় বিনিয়োগের চেষ্টা করুন।
৭. অতীত নিয়ে ভাববেন না, হাহুতাশেরও কিছু নেই। অতীত নিয়ে আসলে কিছুই করার নেই। তাই সেটা নিয়ে ভেবে নিজের দিন নষ্ট করবেন না। বরং আগামী দিনটা যাতে আরও ভালো হয়, সেদিকে মন দিন।
৮. পড়ুন আর লিখুন। এই দুটোই আপনার মনকে শান্ত রাখার জন্য ওষুধের মতো কাজ করে। আপনার যদি পড়ার আর লেখার অভ্যাস থাকে, তাহলে আপনি সহজেই অনেক মানসিক বিপর্যয় সামাল দিতে পারবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চলা সহজ হয়ে যাবে।
৯. হাঁটুন। গায়ে রোদ লাগান। প্রকৃতির কাছাকাছি থাকুন। গাছের যত্ন নিন। প্রাণীর প্রতি সদয় হোন।
১০. কম বলুন, বেশি শুনুন।
১১. আপনি যখন যেখানেই থাকেন না কেন, স্মৃতিতে সুন্দর কিছু টুকে নেওয়ার চেষ্টা করুন। হতে পারে একটা হাসিমুখ, হতে পারে জানালার বাইরের একখণ্ড মেঘ বা বিড়ালের দুষ্টুমি অথবা কোনো কবিতার লাইন।
১২. ছুটির দিনের সদ্ব্যবহার করুন। বেড়াতে যান, পরিবারকে সময় দিন, ঘরবাড়ি গুছিয়ে রাখুন।
১৩. নিজের কাজ নিজে করুন।
১৪. দুপুরের আগেই গোসল সারুন।
১৫. উদ্দেশ্যহীনভাবে রিমোটের বোতাম চাপতে থাকবেন না।
১৬. কোনো কারণ ছাড়া সামজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করতে থাকবেন না।
১৭. আপনার ভেতরের অর্থহীন আবেগকে নিয়ন্ত্রণ করুন। যেমন ধরুন কোনো কারণ ছাড়াই হতাশ লাগছে, রাগ হচ্ছে, প্রবল দুঃখবোধ গ্রাস করে ফেলছে—এ রকম!
১৮. আগে দৌড়ান, তারপর ইয়োগা করুন।
১৯. বিএমআই (বডি মাস ইনডেস্ক) ঠিক রাখুন।
২০. অ্যালকোহলসহ যেকোনো নেশা গুণ অঙ্কের মতো। যতই গ্রহণ করবেন, ততই চাহিদা বাড়তে থাকবে। তাই সাবধান। নিকোটিন বা অ্যালকোহলই যেন আপনাকে খেয়ে না ফেলে, খেয়াল রাখুন।
২১. আকাশের দিকে তাকান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার যা কিছু আছে, এগুলোর জন্য কৃতজ্ঞ হোন। ছোট ছোট কারণে ধন্যবাদ জ্ঞাপন করুন।
২২. দিনে কিছুটা সময় রাখুন, যখন কিছুই করবেন না।
২৩. ভালোবাসায় বিশ্বাস রাখুন। আপনার যদি হৃদয় ভেঙে খান খান হয়ে যাওয়ার ইতিহাস থাকে, তবু ভালোবাসুন। ভালোবাসায় কখনো বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, প্রতিটা ভোর একটা নতুন জীবনের শুরু।
২৪. দুশ্চিন্তাকে বিদায় করুন। এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না যেটা কখনো ঘটেনি, ঘটবে না। আর যেটা ঘটবেই, সেটা নিয়ে দুশ্চিন্তা করে কী লাভ বলুন! দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অনেক শারীরিক, মানসিক জটিলতা এড়াতে পারবেন।
২৫. জীবনে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বয়স থেকেই আপনি জীবন বা কোনো উদ্যোগ শুরু করতে পারেন।