টাঙ্গাইলের মধুপুরে শহীদ পীরেন স্নাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দিন আজিয়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে উপজেলার গায়রা মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় কাকড়াগুনি ফুটবল একাদশ বনাম মোমিনপুর ফুটবল একাদশ ও গায়রা ফুটবল একাদশ বনাম জালাবাধা ফুটবল একাদশ।
খেলাটি উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের অরণখোলা ইউনিয়ন শাখার সভাপতি মি: ডেভিট চিরান।
উদ্বোধনী অনুষ্ঠানে অজিয়া মধুপুর শাখার সভাপতি ও ট্রাইভেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যামল মানখিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আজিয়া আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিঠুন হাগিদক।
এসময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে দেন, আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব সত্যজিৎ নকরেক, গাসু’র মধুপুর উপজেলা শাখার সভাপতি ইব্রীয় মানখিন ও বাগাছাস মধুপুর উপজেলা শাখার সাবেক সভাপতি বিজয় হাজং সহ অন্যান্যরা।
অজিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাইভেল ওয়েল ফেয়ার এসোসিয়েশন মধুপুর শাখার সাধারণ সম্পাদক শ্যামল মানখিন জানান, শহীদ পীরেন স্নাল ২০০৪ সালের ৩ জানুয়ারী মধুপুরের ইকো পার্ক বিরোধী আনন্দোলনের মিছিলে পুলিশ ও বন রক্ষীদের গুলিতে পীরেন স্নাল মারা যান। আর এসময় উৎপল নকরেক পুঙ্গত্ববরণ করে চিরতরে মানবেতর জীবন যাপন করছেন। শহীদ পীরেন স্নাল এর ২০ তম হত্যা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও তার স্মৃতি ধরে রাখতে এ খেলার আয়োজন করা হয়েছে।
সকাল দশ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত। মোমিনপুর ফুটবল একাদশ ৪ গোলে কাকড়াগুনি ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে যান ও গায়রা ফুটবল একাদশ কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জালাবাধা ফুটবল একাদশ ফাইনালে যান। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। আগামী ৩রা জানুয়ারী মোমিনপুর ফুটবল একাদশ বনাম জালাবাধা ফুটবল একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।