টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ১৬ প্রার্থীসহ ৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সহকারি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির, ডা. মো. কামরুল হাসান খান, মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, মামুন-অর-রশিদ মামুন, আহসানুল ইসলাম টিটু, খান আহমেদ শুভ ও অনুপম শাহজাহান জয়,স্বতন্ত্র প্রার্থী মো.ছানোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম, মোজাম্মেল হকসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুর ২ টা থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এর আগে গতকাল রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, নির্বাচনী আচারন বিধিমালা মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। এছাড়াও দুপুর ২ টা থেকে রাত ৮ টার মধ্যে প্রচারণা শেষ করার আহবান জানান তিনি।