টাঙ্গাইলে আটটি সংসদীয় আসনের ৬৪ প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন তারা।
প্রার্থিতা প্রত্যারের এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন- টাঙ্গাইল-১ আসন থেকে জাকের পার্টির রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ আসন থেকে জাকের পার্টির এনামুল হক মঞ্জু, টাঙ্গাইল-৩ আসন থেকে জাকের পার্টির আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসন থেকে জাকের পার্টির দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ আসন থেকে জাকের পার্টির রাকিব হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, টাঙ্গাইল-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও রাফিউর রহমান খান ইউসুফজাই ও টাঙ্গাইল-৮ আসন থেকে জাকের পার্টির আব্দুল জলিল।
টাঙ্গাইলের আটটি আসনে এখন ভোটের মাঠে থাকছেন ৫৪ জন প্রার্থী।
তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।