ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
বৃহস্পতিবার উপজেলার বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেট ও মামুদনগর ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারের লিফলেট বিতরণ করা হয়।
খোরশেদ মার্কেটে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, বনগ্রাম চৌরাস্তা বাজারের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কিবরিয়া মোল্লা, সদস্য মো. মোসারফ হোসেন মুছা, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া , সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহবায় মো. শাহজাহান সাজু,সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সদস্য সচিব মো. জাহিদ হাসান, ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির, মামুদনগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. ছাইদুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।