টাঙ্গাইলের কালিহাতীতে ফয়সাল আহমেদ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের একটি কাঠ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সহিদুল ইসলাম।
নিহত ফয়সাল আহম্মেদ দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের মো. রমজান আলীর ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করতো বলে জানা গেছে।
স্বজনরা জানায় শুক্রবার সন্ধ্যায় ফয়সাল আহম্মেদ মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। শনিবার সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,শুক্রবার রাতের কোনো একসময় দুবৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,মামলা প্রক্রিয়াধীন থাকলেও তদন্ত চলছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে।