টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় তার কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার দাইন্যা ইউনিয়নের লাওজানা গ্রামে গতকাল শুক্রবার রাত ১০:৩০ দিকে আব্দুল হামিদের (অব: প্রাপ্ত বিজিবি) বাসায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে আব্দুল হামিদ বলেন,রাত ১০:৩০ মিনিটের সময় কিছু লোক মোটরসাইকেল নিয়ে আসে তারপর আমার টিনের গেট ভেঙ্গে বাড়ি ভিতরে প্রবেশ করে গালি গালাজ করে রিপনের নাম ধরে আমি তখন বলি রিপন বাড়িতে নেই আমি তার বাবা কেন গালিগালাজ করছেন বলে রিপন কোথায় আমি বলি সে বাড়িতে নাই তখন বলে ঠিক আছে তাকে দিনের বেলায় মারবো বলে পানির ফিলটার ভেঙ্গে ও ধানের বস্তা ফেলে দিয়ে চলে যায়।
রিপন বলেন,আজ সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ছোট ভাই ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করবেন লাজানা একটা চিলা বাড়িতে একটা সেসময় আমি বক্তব্য দেই জানি না বক্তব্যে কোন ভুল হয়েছে কিনা আমার সাথে কারো কোন পূর্বের শত্রুতা নাই শত্রুতা একটাই আমি আওয়ামী লীগকে ভালোবাসি।