নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাবনা পাড়া গ্রাম বাসীর উদ্যোগে বাবনা পাড়া (বেপারী পাড়া) দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।
বেপারী পাড়া জামে মসজিদের সভাপতি মো. ফজলুল হক এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো, হারুন অর রশিদ হারুনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান মিয়া, মাদ্রাসার সুপার আবু তালেব ও গ্রাম বাসীর পক্ষে মো. শাহজাদা ইলিয়াস, মো. আহম্মদ আলী, মো. উসমান, মো. কাউছার, মো. আলমগীর হোসেন, মোছা. মুক্তা আক্তার, নারগিছ আক্তার।
গ্রাম বাসীর পক্ষে নৌকা দিয়ে বরণ করে নেন অটো টেম্পু ও সিএনজির শ্রমিক নাগরপুর ইউনয়ন শাখার সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ। এসময় বাবনা পাড়ার (বেপারী পাড়া) নারী পুরুষসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।