সন্ত্রাসীদের হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের স্ত্রী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি……রাজিউন)।
তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১১ টায় পৌর শহরের কলেজ পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও মরহুমার আত্মীয় স্বজনরা জানাজায় অংশগ্রহণ করেন।
পরে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।