দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ও ঈগল প্রতিকের প্রার্থীর আলহাজ মোঃ ছানোয়ার হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর বাজারে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ঈগল প্রতিকের প্রার্থীর মোঃ ছানোয়ার হোসেন বলেন, গ্রামের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি মনে করি এই নির্বাচনে ৭ জানুয়ারি জনগণের চাওয়া পাওয়ার সেই প্রতিফলন ঘটবে। সেই সাথে আমি বিশ্বাস করি ১০ বছর এই জনগনদের নিয়ে কাজ করেছি, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আজকে ১২টি ইউনিয়নের মানুষ এক বাক্যে বলছে এতোদিন যাকে কাছে পেয়েছি, আমরা তাকেই চাই। এখন টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর জোয়ার চলছে।
এসময় উপস্থিত ছিলেন, দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন,সাধারণ সম্পাদক শাহিন মন্ডল,টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুজ সালেহীন প্রমুখ।