দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছেঁড়া এবং গালি গালাজের অভিযোগ ওঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
রবিবার ( ৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্ল্যা শাহেনশা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান জানান, রাত ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ঈগল মার্কার নির্বাচনী অফিসে কেউ ছিল না তখন আলমগীর,আলামীন,বাবু এবং রাজিবের নেত্বতে এ নির্বাচন অফিস ভাংচুর করে আর গালি গালাজ করে তারা সবাই নৌকার প্রতীকের কর্মী। ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তার ছেলে ও ভাতিজারা ছিল।