টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে টানা তৃতীয় মেয়াদে ১৩৪ টাঙ্গাইল -৫ ( সদর) সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া,ভিইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হর্যরত আলী প্রমুখ।
এসময় সদর উপজেলার ১২টি ইউনিয়নের সকল চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।