টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জি এম খান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রেজাউর রহমান চঞ্চল, শিক্ষিকা আফিফা খানম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল বাছেত খান, খালেদা খানম প্রমুখ। বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।