“গ্রন্থাগারে বই পড়ি, স্মৃার্ট বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সকলের কন্ঠে ধরে টাঙ্গাইলে গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
৫ ফেব্রæয়ারী সোমবার সকালে জেলা গণ-গ্রন্থাগারের মিলনায়নে জাতীয় গ্রন্থাগার দিবসে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন সরকারী সা’দত বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।
জেলা গণ-গ্রন্থাগার আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবস ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ওলিউজ্জামান।
জেলা গণ-গ্রন্থাগারের লাইব্রেরী ইনচার্জ ওয়াকিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বেসরকারী গণ-গ্রন্থাগার পরিষদের সভাপতি ও এলাসিন সাধারণ গ্রন্থাগারের সভাপতি আবুল কালাম মঈন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভ‚ইঁয়া, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সজিব আহমেদ ছাড়াও জেলার বিভিন্ন বেসরকারী পাঠাগারের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এর মধ্যে উল্লেখ করা যায় নাগরিক পাঠাগারের সভাপতি মহিবুল আলম খান লিটন, বল্লা পাঠাগারের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আনিস ও সন্ধানপুর গণ-গ্রন্থাগারের সভাপতি রফিকুল ইসলাম মির্জা।