টাঙ্গাইলে ইঞ্জিন বিকল হওয়া ট্রেন উদ্ধার করার পর সাড়ে ৪ ঘন্টা পর ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১১ টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে।
এর আগে সকাল ৭.২০ মিমিটে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে করটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এতে টাঙ্গাইল, গাজিপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তি পড়তে হয়েছে এর যাত্রীদের।
এরআগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে সোনালিয়া নামক স্থানে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ জানান, ইঞ্চিন সহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় সাগে ৪ ঘন্টা পর উদ্বার করা হলো। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।