টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার বাজিতপুর দক্ষিণপাড়া জামে মসজিদে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী, পুলিশসহ সকলের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বীরতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা’র আয়োজনে শুক্রবার(৯ আগষ্ট) জুম্মা’র নামায আদায় শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুর রহমান, হাসমত আলী, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, হাবিবুর রহমান হবি রাজ, যুবদল নেতা মাহেদুল হাসান দিলন, ছাত্রদল নেতা আকাশ শাহরিয়ার,আরাফাত শাহরিয়ার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ধনবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ও সাংবাদিক হাবিবুর রহমান।
দোয়া পরিচালনা করেন বাজিতপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুহাম্মদ ফরিদ উদ্দিন। নিহত সকল শিক্ষার্থী,পুলিশসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দেশবাসীর জন্য দোয়া করা হয়।