সামাজিক দায়বদ্ধতায় বন্যাদূর্গত ফেনী ও নোয়াখালী এলাকায় ১০ হাজার পরিবারের মাঝে এসএসএস (সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস) এনজিও ত্রাণ সামগ্রী বিতরণে যাচ্ছেন সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায়। ২৭ ও ২৮ আগস্ট দুইদিন ব্যাপী তারা ত্রাণ বিতরণ করবেন।
ত্রাণ বিতরণের ১৩টি সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, মশুরের ডাল ১ কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তৈল ১লিটার, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, বিস্কুট ২ প্যাকেট, দুধ (২০০ গ্রাম) ১ প্যাকেট, ওরস্যালাইন ৫টি, লাইটার ১টি, খেজুর ৫০০ গ্রাম, মোমবাতি ১ প্যাকেট।
সকালে টাঙ্গাইল শহরে ময়মনসিংহ রোডে এসএসএস এনজিও প্রধান কার্যালয়ে ত্রাণ সামগ্রী প্যাকেজিং কার্যক্রম দেখাশোনা করেন এসএসএস এনজিও মানব সম্পদ ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র পরিচালক মাহবুবুল হক ভূঁইয়া শিপন। তিনি বলেন, বন্যা দুর্গতের মাঝে ত্রাণ বিতরণে সবাইকে আরো বেশী এগিয়ে আসা উচিত। বন্যা দূর্গত এলাকার মানুষ চরম কষ্টে আছেন। এই বিপদের সময়ে আমাদের সবার তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত।