টাঙ্গাইলের ভুঞাপুরে পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট কর্মসূচী পালন করা হচ্ছে। এতে উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিপাকে পড়েছে। ভুঞাপুর ছাড়াও পল্লী বিদ্যুতের ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতির অধীনে আরো ৫টি উপজেলায় বেলা ৩টা থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এরআগে পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিস্কারের প্রতিবাদ ও বিভিন্ন দাবীতে বিদ্যুত বন্ধ রেখে ব্ল্যাক আউট কর্মসুচী পালন করা হচ্ছে টাঙ্গাইলে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ৩টা থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতির অধীন জেলার ভুঞাপুর, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুত বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে গ্রাহকরা।
এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত বন্ধ থাকলেও টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির অধীন অন্য উপজেলায় পল্লী বিদ্যুত চালু রয়েছে।
জেলার পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তারা জানান, বিগত ৯মাস যাবত পল্লী বিদ্যুতের বিভিন্ন সমস্যা ও দাবী নিয়ে আন্দোলন করা হচ্ছে। সব জায়গায় বৈষম্য তৈরি করা হয়েছে। পল্লী বিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে বিনা কারণ ছাড়াই বহিস্কার করা হয়েছে। এছাড়া আজকে বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য নিরসনে আন্দোলন করা হচ্ছে। সারাদেশে ৬০টি ইউনিটে ব্ল্যাক আউট কর্মসূচী পালন হচ্ছে। বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ব্ল্যাক আউট কর্মসূচী ঘোষণা করেছে। এতে অনেক জায়গায় বিদ্যুত বন্ধ রয়েছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির অধীন এলেঙ্গা জোনাল অফিসের লাইনম্যান আব্দুল হামিদ জানান, সারাদেশেই ব্ল্যাক আউট কর্মসূচী চলছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের জন্য যে কালো আইনগুলো রয়েছে সেগুলো বাতিল, বৈষম্য দুরীকরণসহ কর্মকর্তাদের চাকরি বহাল ও মুক্তি না দেয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের সহকারী জুনিয়র প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বেলা ৩টা হতে বিদ্যুত বন্ধ রয়েছে। ব্ল্যাক আউট কর্মসূচী চলছে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতির অধীন সকল জোনাল অফিসে। এতে জেলার ৬টি উপজেলার গ্রাহকরা বিদ্যুত পাচ্ছে না।