তরুণদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশ কে এগিয়ে নিতে হবে। যাতে করে আগামী দিনে বিশ্বের বুকে বাংলাদেশ কে আরোও উন্নত রাষ্ট্রে পরিনিত করা যাবে বলে মন্তব্যে করেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেদ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ¦ ফকির মাহববুব আনাম স্বপন।
শনিবার (১৯আক্টোবর) দুপুরে বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুল মাঠে ধনবাড়ী উপজেলা সহকারী শিক্ষক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
সেই সাথে ছাত্রজনতার আন্দোলনের স্বাধীনতা রক্ষায় দেশের মানুষের শান্তিু ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। বিএনপি দেশের মানুষের পাশে আছে সব সময় থাকবে। সকলকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও তিনি জানান।
ধনবাড়ী উপজেলা সহকারী শিক্ষক ফোরামের সভাপতি এরাশাদ আলী’র সভাপতিত্বে আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলার বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।