টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইমান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা তৎপর। তবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সচেতনতার মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম পরদেশী, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, এ্যাডভোকেট দেওয়ান ওয়াহেদুল ইসলাম এবং ইউপি সদস্য ফরহাদ হোসেন।
সভার আলোচনায় বক্তারা এলাকার সামাজিক নিরাপত্তা জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।