টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে নেতাকর্মীরা এ সংবর্ধনা জানান।
এসময় গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সংগঠনের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ-সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান, এনামুল হক খান, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম তরুন প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় জাফর আহমেদ সভাপতি এবং কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। কমিটির অন্যরা হলেনÑ সহ-সভাপতি মো: নাসির উদ্দিন ও সাহাব উদ্দিন মানিক, যুগ্ম-সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, ক্রীড়া সম্পাদক মালেক আদনান, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যকরী সদস্যÑ শামীম আল-মামুন, খন্দকার মাসুদুল আলম, খন্দকার হাবীবুল্লাহ কামাল, সোহেল তালুকদার ও শামসুজ্জামান।