টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২-কে বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘জনসেবা চত্বর’ এ জাতীয় সংগীত ও বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু করা হয়।
এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বেলুন ও পায়রা উড়িয়ে জনসেবা চত্বরে ‘বৈশাখী মেলা’র উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের নারী-পুরুষ-শিশুরা অংশগ্রহণ করেন।
বৈশাখী মেলায় অর্ধশত স্টল স্থান পায়। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়েস্কোপ, লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।