টাঙ্গাইলে জনতা ব্যাংক এর সাবেক কর্মকর্তা ও বেসপক ফেব্রিক্স এন্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান জামাল’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) বাদ এশা সাফ অরচার্ড (১১৭ বাড়ি) সোসাইটিতে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম এম এ করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের জিএম মোঃ কামরুজ্জামান,সাফ অরচার্ড সোসাইটির জব্বার মিয়া,রফিকুল ইসলাম রফিক প্রমুখ ।
বক্তারা মরহুম মো: মনিরুজ্জামান জামাল’র কর্মময় জীবনের ব্যাংকিং খাতসহ নানা জনকল্যাণমূলক বিষয়ে তার অবদানের কথা স্মরণ করে আলোচনা করেন। এরপর মরহুমের রুহের মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামসুজ্জামান ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রোকনুজ্জামান রোকন।
মো: মনিরুজ্জামান জামাল ১৯৮৬ সালে ডিসেম্বরে জনতা ব্যাংক লিমিটেড ইসলামপুর, ঢাকা শাখায় চাকরি জীবন শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২১ সালে ৪ মার্চ সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি বেসপক ফেব্রিক্স এন্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবার (৯ আগস্ট ) বিকেল ৩:৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: মনিরুজ্জামান জামাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন সকাল ৭টায় সাফ অরচার্ড (১১৭ বাড়ি) সোসাইটিতে প্রথম ও সকাল ৮ টায় গ্রামের বাড়ি বাঘিলে দ্বিতীয় এবং টাঙ্গাইল কেন্দ্রীয় বেবিস্ট্যান্ডে মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় তৃতীয় জানাজা শেষে পাশে কেন্দ্রীয় গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ব্যক্তিজীবনে তিনি ১৯৮৫ সালে ২৬ জুলাই নাজমা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বড় ছেলে বি.এস.সি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) নাজমুল হক সৈকত ও ছোট ছেলে বেসপক ফেব্রিক্স এন্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ডিরেক্টর নাসিমুল হক সৌরভসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।