বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” টাঙ্গাইলের নাগরপুরে প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ছিলিমপুর বাজারে নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম (স্বপন) এর উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।
এসময় শরিফুল ইসলাম স্বপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন সে ৩১ দফার লিফলেট গুলো সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে জনগণের মধ্যে সতেচনার বৃদ্ধি লক্ষে বিতরণ করলাম।
নাগরপুর-দেলদুয়ার (টাঙ্গাইল-৬) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম স্বপন আরও বলেন, আগামী নির্বাচনে দল থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে আমি সর্বপ্রথম আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট,শিক্ষা ব্যবস্থা এবং মাদক নিমূলে কাজ করে যাবে। আমার এ নির্বাচনী এলাকায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করবো।
তিনি আরও বলেন,গত ১৩ জুলাই তারেক রহমান জাতির সামনে এই ৩১ দফা উপস্থাপন করেন, তা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনের সংস্কার, দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতির গুরুত্ব বহন করেছে।
এসময় উপস্থিত ছিলেন আটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত হোসেন রানা,সাধারণ সম্পাদক মীর শাফায়েত হোসেন শিপলু,নাগরপুর উপজেলার বিএনপির সদস্য মো: লুফৎর রহমান প্রমুখ।