দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩৪, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন টাঙ্গাইল-৫ এর নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন তার নির্বাচনী এলাকা বাঘিল ইউনিয়নের চাকতা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কালি মন্দিরের সামনে অবস্তিত ইগল মার্কার নির্বাচনী ক্যাম্প এবং তৎ সংলগ্ন চা ষ্টলে রাত ১০.৩০ মিনিটে ভাংচুর করেন এবং মারপিট করে গুরুতর জখম করেন এবং মগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়নাপুর গ্রামের অবস্থিত ইগল মার্কার নির্বাচনী ক্যাম্প সন্ধ্যা ৫.৩০ মিনিটে ভাংচুর করেনএবং মাইকে হুমকি প্রদান করেন। এছাড়াও অফিসের মাইক ভাঙচুর করে বলেও অভিযোগ রয়েছে।
এরই প্রেক্ষিতে ঘটনার দিন বিকালেই প্রধান নির্বাচন কমিশন টাঙ্গাইল বরাবর অভিযোগ দায়ের করেন- স্বতন্ত্র প্রার্থী ছানোয়র হোসেন। তার অভিযোগ আমলে নিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনকে ২৬ ডিসেম্বর সকাল ১১টার সময় নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল গত মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনের কাছে অভিযোগের ব্যাখা চেয়ে মঙ্গলবার তলব করা হয়েছে। এসব এলাকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।