দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের জন্য নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে টাঙ্গাইল সদর থানা বিএনপির সদস্য দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম লাবু (লাভলু মিয়া)।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বর্তমান অবৈধ সরকার কতৃক ড্যামি নির্বাচনে আপনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রচার কাজে অংশগ্রহন করেছেন যা সকলপ্রকার দালিলিক প্রমান ও তথ্যসহ দলীয় নেতৃবৃন্দের গোচেরে এসেছে।
কেন অবৈধ সরকারের অবৈধ নিবাচনে অংশগ্রহন করেছেন তার জবাবপত্র পাওয়ার আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিত আকারে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।
লাবু দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সহ-সভাপতি মৃত ফারুক আহমেদের ছোট ভাই।
গত বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দাইন্যা ইউনিয়নের ফারুক আহমেদের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভায় বক্তৃতাকালে আজাহারুল ইসলাম লাবু নৌকা প্রার্থীর পক্ষে ভোট চান। তারপর থেকে টাঙ্গাইল জেলা জুড়ে তোলপাড় শুরু হয়।