সরকারের নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বাণিজ্য প্রতিমন্ত্রী হওয়ার আনন্দে উচ্ছাসিত আওয়ামী নেতাকর্মীসহ সমগ্র নাগরপুর ও দেলদুয়ার বাসী।
আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
আহসানুল ইসলাম টিটু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হাজি মকবুল হোসেন ১৯৯৬ সালে ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আহসানুল ইসলাম টিটু কে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীসহ নাগরপুর উপজেলাবাসী।