অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশের (এএএবি) উদ্যোগে রাজধানীর টোলারবাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের সহযোগিতায় কয়েক”শ অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসার উদ্দিন, সহ-সভাপতি কমান্ডার (অব:) এরশাদ জান চৌধুরী, সাধারণ সম্পাদক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্না, যুগ্ম সম্পাদক যুগ্ম জেলা ও দায়রা জজ মাহবুব সোবহানী, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ খুরশীদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা কৃষি কর্মকর্তা ইরিন পারভিন, নির্বাহী কমিটির সদস্য ডেপুটি স্টেশন ইঞ্জিনিয়ার লোপা খান ও উপ-কর কমিশনার তিথি শিকদার এবং টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা।
অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আবু নাসার উদ্দিন বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের অংশ হিসেবে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এসোসিয়েশের পক্ষ হতে ভবিষ্যতেও জন-কল্যাণমূলক কাজ চলমান থাকবে।
এদিকে শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেছেন।