টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ৯৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম,জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন,বিবেকান্দ হাইস্কুলের গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ডা. শম্ভুনাথ চক্রবর্তী,হাই কেয়ার বধির স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহাননপ্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।