টাঙ্গাইলের সখীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির সমর্থকদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও জেলা অ্যাডভোকেট বারে মানববন্ধন করা হয়েছে।
সেই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক শাহানশা সিদ্দিকী মিন্টু।
আহত যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘সখীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ছবি ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সখীপুর তালতলা চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়। সেখানে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা আওয়ামী লীাগের সভাপতি শওকত সিকদারের সমর্থকরা হামলা করতে পারে- এমন সংবাদ পেয়ে পুলিশের অনুরোধে স্থান পরিবর্তন করে সখীপুরের নলুয়া বাজারে মানববন্ধন করার প্রস্তুতি নেওয়া হয়। মানববন্ধন শুরুর সময়ে জয় এমপির ফুফাতো ভাই শ্রমিক নেতা শিবলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের ভাতিজা ফজলু সিদকার ও বাবুল সিদ্দিকীর নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একদল অস্ত্রধারী হামলা চালায়।
এ বিষয়ে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার বলেন, ‘হামলার ঘটনায় আমার লোকজন জড়িত নয়। আমি ঢাকায় আছি। কে বা কারা হামলা করেছে, সেটা আমি জানি না। তবে এটা ঠিক হয়নি।
সখীপুর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, ‘একপক্ষ মানববন্ধন করতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।’