টাঙ্গাইলেে এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন।
শনিবার (১১ মে) সকালে বিদ্যালয় ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন প্রধান অতিথি থেকে নতুন তিন তলা ভবনের উদ্বোধন করেন।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক টাঙ্গাইল সময়ের নির্বাহী সম্পাদক আশরাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন মুহাম্মদ আলী, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকারিয়া হায়দার, সহকারি শিক্ষা অফিসার আলমগীর হোসেন প্রমুখ।