টাঙ্গাইলের সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার বিষয়ে প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি।
টাঙ্গাইল সদর নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজিব, মহিলা ভাইস চেয়ারম্যান ঊষা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোট এক কোটি টাকার চেক বিতরণ করা হয়।