ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলের দেলদুয়ারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাথরাইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলার বড়টিয়া চিনাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ চাঁন খা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম ফৈরদৌস আহমেদ, অধ্যাপক জিএম শফিউর রহমান, পাথরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন সরকার। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ চাঁন খা বলেন, অতিদ্রুত নির্বাচন দিতে হবে। বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে। যাতে আওয়ামী লীগ এবং দুর্বৃত্তরা কোন সুযোগ নিতে না পারে, জনগণকে বিভ্রান্ত করতে না পারে।