টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনা বাজারে বাবলু শিকদার হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী ও পরিবারের লোকজন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে কালিহাতি উপজেলার গান্ধিনা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত বাবলু শিকদারের পরিবার ও এলাকাবাসী বলেন,গত ১৬ নভেম্বর গান্ধিনা বাজারে বাবলু শিকদারকে ডেকে এনে নোবেল,সোহেল,হারুন,মনির সহ সন্ত্রাসীরা নির্মম ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা সিটি কেয়ার হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর মারা যান।
এরপর থেকে পুলিশ এখনো কোন আসামী আটক করতে পারেননি। এ জন্য স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করেন।
এসময় নিহত বাবলু শিকদারের বাবা কামাল সিকদার, স্ত্রী মোর্শেদা বেগম,ছেলে হোসেন সিকদার ও স্থানীয় ইউপি সদস্য রতন মিয়া সহ এলাকার প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।