দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে টাঙ্গাইলে ‘মিট দ্য ডেভেলপমেন্ট মাস্টারমাইন্ডস’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ব্যুরো বাংলাদেশের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
জিপিএইচ ইস্পাতের রিজিয়নাল ম্যানেজার মুহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এমিরেটস প্রফেসর এম. শামীম জেড বসুনিয়া এবং জিপিএইচ ইস্পাতের পরিচালক আব্দুল আহাদ, হেড অফ সেলস এন্ড মার্কেটিং মামুন কবির প্রমুখ।
এসময় টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করেন হেড অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। বক্তারা জিপিএইচ ইস্পাতের মান ও টেকসই সম্পর্কে তুলে ধরেন।