টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও তার কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর ও বাঘিল ইউনিয়নের চাকতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন এমপির ছোট ভাই আশরাফ হোসেন জানান, নৌকার সমর্থক একদল সন্ত্রাসী এসে আমাদের নির্বাচনী অফিসে ঢুকে ভাঙচুর করে এবং সকল পোস্টার ছিড়ে ফেলে। শফিকুল ইসলাম নামধারী সন্ত্রাসীর নেতৃত্বে সর্বহারা মাজেদুর (র্যাবের নিকট অস্ত্রসহ আত্মসমর্পনকারী) বিজয়,কামরুল ইসলাম, মিজানুর,সবুজ মিয়া, জনি উজ্জল,আলমগীর,সমুন,লাল চাঁনসহ ১৩ থেকে ১৫ জনের সমন্বয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়।
এতে আমাদের ২নং ওয়ার্ড নির্বাচনী অফিস ভাংচুর করে পোষ্টারসহ ব্যানার ছিড়ে ফেলে এবং নির্বাচনী কর্মীদের মারধর করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং পরর্বীতে নির্বাচনী অফিস খুললে এবং ঈগল মার্কায় পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় অংশ নিলে প্রাণে মেরে ফেলার হুমকী মাইকে প্রদান করে। নৌকার প্রার্থী একদল সন্ত্রাসী সর্বহারাদের নিয়ে নির্বাচনী এলাকায় সমাবেশ ঘটাচ্ছে।
এ ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলেও তিনি জানান।